কুষ্টিয়ার কুমারখালীতে এক কন্যাশিশু আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে টিভি দেখা নিয়ে দুই বোনের মধ্যে ঝগড়া হয়। এতে বাবা রাগারাগি করলে শিশুটি আত্মহত্যা করে৷
নিহত দিয়া খাতুন (৯) জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে ডেকোরেটর ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। সে বাহারুল উলুম বালিকা মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টিভি দেখা নিয়ে বড় বোনের সাথে দিয়ার ঝগড়া হয়। এ ঘটনায় দিয়াকে তার বাবা বকাবকি করে এবং রাগ করেন। এতে সে আত্মহত্যা করে।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, দুই বোনের মধ্যে ঝগড়া হওয়ায় বাবা রাগারাগি করে। এতে এক শিশু আত্মহত্যা করেছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিবারের অনুরোধে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ