গাইবান্ধার গোবিন্দগঞ্জে একাধিক ডাকাতির মামলার আসামী আন্তঃজেলা ডাকাতদলের সদস্য বাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকালে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের নিজ বাড়ীতে আত্মগোপনে থাকা ডাকাতদলের সদস্য বাবু মিয়াকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রামের নিজ বাড়ীতে আত্মগোপনে থাকা বাবু মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, জয়পুর হাট জেলা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, বাবু ডাকাত একজন আন্ত:জেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানাতেই দায়ের হওয়া ৭টি ডাকাতিসহ বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়াও একটি মাদক মামলায় সে সাজাপ্রাপ্ত পলাতক আসামী। তাকে বুধবার বিকালে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএম