বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক দলের, ছাত্রদের সাথে বিএনপির বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে। একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র শুরু করেছে।
রবিবার সন্ধ্যায় ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউলিবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কাউলিবেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার জমাদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ হোসেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় শহীদুল ইসলাম বাবুল আরও বলেন, ওয়ান-ইলেভেনের সেনা সমর্থিত সরকার থেকে বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার যে ষড়যন্ত্র শুরু হয়েছে, তা এখনও চলছে। নানা রকম ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা চলছে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত আছে।
তিনি বলেন, নির্বাচন বানচাল এবং নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র সম্পর্কে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে করে কোনো মহল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের নির্বাচন নিয়ে, বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে না পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল