বগুড়ার শেরপুরে গ্রাম্য কবিরাজকে হত্যার ঘটনায় আব্দুল লতিফ (২৯) নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রাম-দা, মোবাইল ফোন ও পায়ের জুতা উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শেরুয়া বটতলা বাজার সংলগ্ন ভুট্টার ক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুল লতিফ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের ওসমান গনির ছেলে। পাশাপাশি শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, গত শনিবার (২২মার্চ) রাত এগারোটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা গ্রাম্য কবিরাজ আকবর আলী (৫৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের উত্তরপাড়ার শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ। পরে স্থানীয় একটি হোটেলে তারা দুজনে বসে একসঙ্গে চা-পান করেন। এরপর রাত এগারোটার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কতিপয় লোকজন। তারা এগিয়ে এলে শ্রমিকলীগ নেতা লতিফ পালিয়ে যান। এসময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা শাহজামাল সরকার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
বিডি প্রতিদিন/এএম