নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এদিন ভোর থেকে শুরু করে দিনব্যাপী ছিলো নানা আয়োজন।
বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ভোরে চাষাড়া বিজয়স্তম্ভ চত্বরে ৩১ বার তোপধ্বনি দেয়া হয় এবং সকাল ৬ টায় পুস্পস্তবক অর্পণ করা হয়।
শুরুতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে বিজয়স্তম্ভে ফুল দিয়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের শ্রতি শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এরপর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে শ্রদ্ধা জানায় জেলা পুলিশ প্রশাসন। জেলা সিভিল সার্জন, জেলা পরিষদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ জেলা কারাগার, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও এলজিইডিসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন।
এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ৯টায় ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, খেলাধুলা, শহীদদের স্মরণে বিভিন্ন মনোমুগ্ধকর ডিসপ্লে ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/কেএ