মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গাজীপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা বুধবার গাজীপুর জেলা শহরের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো: ফজলুর রহমান।
জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, শাহ রিয়াজুল হান্নান, সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী প্রমুখ।
বিকালে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট মো: শহিদুজ্জামান, আহমদ আলী রুশদী, মেহেদী হাসান এলিস, ভিপি জয়নাল আবেদীন, বশির আহমেদ বাচ্চু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম