প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, বহির্বিশ্ব গণতন্ত্র বলতে বোঝায় স্বচ্ছতা ও জবাবদিহিতা (ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি)। আধুনিক সমাজের সবচেয়ে বড় শর্ত হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা।
শুক্রবার সকাল ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মনির হায়দার আরো বলেন, পাবলিক অফিসের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করাই হলো গণতন্ত্রের মূল লক্ষ্য। আমাদের দেশে সত্যিকার অর্থে দীর্ঘদিন গণতন্ত্র ছিল না। গণতন্ত্র না থাকার সবচেয়ে বড় কুফল হলো সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার বড় রকমের ঘাটতি।
আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শাহারিয়া শায়লা জাহান। অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও সাউথ কবির প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল