বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। দেশে প্রথম শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন।
এ সময় তিনি আরও বলেন, শ্রমিকদের ভালোবাসা দিয়ে তাদের হৃদয় জয় করতে চায় বিএনপি। আমরা ইউনিয়ন ভিত্তিক শ্রমিক কার্ড করে দিবো। যাতে প্রত্যেক শ্রমিক সুযোগ-সুবিধার আওতায় আসে।
পহেলা মে আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে র্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা শ্রমিকদলের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্ব আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মীর শাকরুল আলম সীমান্ত।
বিডি প্রতিদিন/নাজমুল