ময়মনসিংহের ভালুকায় গণ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকালে ভালুকা পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতে ভালুকা প্রেসক্লাব প্রাঙ্গণে একটি ঔষধি গাছ রোপণ করা হয়। এরপর প্রথম দিনে প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। ভালুকা প্রেসক্লাব থেকে বাসস্ট্যান্ড হয়ে ভালুকা ডিগ্রি কলেজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে নির্ধারিত ১০টি স্পটে একযোগে পরিচ্ছন্নতার কাজ করেন তারা। পাশাপাশি মহাসড়কের দুই পাশে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০০টির বেশি চারা রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, স্বেচ্ছাসেবক দল নেতা তিয়াস মাহমুদ শুভ, রাফি উল্ল্যা চৌধুরী সহ স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘পরিচ্ছন্ন ভালুকা’ কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে হবিরবাড়ি এলাকা পরিষ্কার করা হয়েছে। আজ পৌর এলাকার গুরুত্বপূর্ণ মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। পুরো উপজেলায় দুই লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ