চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা (চাঁবিপ্রবি) কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় বারের মত ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শুক্রবার (২ মে) জিএসটি 'বি' ইউনিট ভুক্ত মানবিক শাখার ২০২৪-২৫ শিক্ষা বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা চাঁবিপ্রবির কেন্দ্রে ১১টায় শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩শ ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩শ ১৬ জন এবং অনুপস্থিত ছিল ২৩ জন শিক্ষার্থী।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, কোন ধরনের সমস্যা ছাড়াই 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানান। এমনকি পরীক্ষা কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ সহ সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
এসময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ দিদারুল ইসলাম ভুঁইয়া এবং ফুড টেকনোলোজি ও নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক উপস্থিত ছিলেন।
এছাড়া কন্ট্রোল রুম, শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, অভিভাবকদের জন্য বসার স্থান, কেউ অসুস্থ হলে তার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম, আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ব্যবস্থাসহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়।
উল্লেখ্য, এবার দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিডি প্রতিদিন/এএ