কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রির সময় পিতা ও ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারের ওই দুই মাদক বিক্রেতাকে চায়ের দোকান থেকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় নেশা জাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম ও তার ছেলে জাহিদ হাসান।
ফুলবাড়ী থানা পুলিশ জানায়, বালারহাট বাজারে চায়ের দোকানে আড়ালে পিতা ও পুত্র দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে খবর পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গতকাল অভিযান চালালে তাদের দোকানে মাদক পাওয়া যায়। পরে পিতা-পুত্র দুজনকেই আটক করে থানায় নেয়া হয়। তাদের মাদকদ্রব্য আইনে থানায় মামলা দিয়ে শনিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে, কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর ইউনিয়নের পাতিয়ার পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়িকে আটক করেছে উলিপুর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ডাবু, ছয়টি গুটি, নগদ ৪ হাজার ৬১০ টাকা ও একটি জুয়ার বোর্ড উদ্ধার করা হয়। শুক্রবার বিকেলে তাদের নামে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আটককৃতদের পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে শুক্রবার সন্ধ্যার আগে প্রেরণ করা হয়।
এদিকে, জেলার চিলমারী থানার অন্তর্গত ৫নং চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল ঘাট থেকে আনুমানিক ৫শত মিটার দক্ষিণ-পশ্চিম দিকে ব্রহ্মপুত্র নদে সম্প্রতি এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আসামী করে চিলমারী থানায় মামলা দায়ের করা হয়। গত ৯ ফেব্রুয়ারি ডাকাতির ঘটনাটি ঘটলে ওইদিন এ বিষয়ে চিলমারী মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। পরে এ মামলার ধারাবাহিকতায় র্যাবের চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত মামলাটির তদন্তে প্রাপ্ত গাইবান্ধা জেলার সদরের কামারজানি গ্রামের আবু সামার ছেলে আসামি আনোয়ারকে গাইবান্ধা জেলার কামারজানি বাজার এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাকে চিলমারী থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য উক্ত আসামিকে কুড়িগ্রাম জেলার চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ