মুন্সিগঞ্জের গজারিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ র্যালি করেছে গজারিয়া উপজেলা বিএনপি। দিবসটি উপলক্ষে শনিবার (০৩ মে) সকাল এগারোটায় গজারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি লক্ষীপুরা মোড় থেকে শুরু হয়ে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মোঃ মাসুদ ফারুক যুগ্ম সম্পাদক, গজারিয়া উপজেলা বিএনপি ও সাবেক সদস্য মুন্সিগঞ্জ জেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী মোহন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোজাম্মেল হক মুন্না, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদ, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম তারেক, গজারিয়া কলিম উল্লাহ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন সরকার প্রমুখ।
এর আগে সকাল থেকে কর্মসূচি সফল করতে গজারিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকে ভবেরচর বাস স্ট্যান্ডের দিকে। সকাল এগারোটায় ভবেরচর এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
বিডি প্রতিদিন/এএ