নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে একটি পিস্তল,দুই রাউন্ড গুলি ও ২৮টি দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। সোমবার দিনগত গভীর রাত থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে অস্ত্র উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কলাবাড়িয়া গ্রামের কয়েক বাড়িতে অভিযান চালিয়ে ১টি পিস্তল, ২রাউন্ড গুলি,১০টি রামদা ও ১৮টি দেশী তৈরি বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।এসব অস্ত্র নিয়ে স্থানীয় লোকজন গ্রাম্য কাইজ্যা ও সন্ত্রাসী কর্মকান্ডসহ দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত থাকতো। অস্ত্র রাখার অভিযোগে কলাবাড়িয়া গ্রামের জাহিদুল শেখ (৫০), জুলফিকার আলী (৪৫), শাহাবুদ্দিন শেখকে (৪০) আটক করা হয়।
এ ব্যাপারে নড়াগাতি থানায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম