দেশব্যাপী আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য তিন দিন বিরতির পর আজ ৬ষ্ঠ দিন ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এম জাহিদ হাসান এ মামলার মোট ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন।
আগামী ৬মে এ মামলার বাকি সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল।
তিনি আরো জানান, আজ এ মামলায় সাক্ষ্য দানকারী ৪ জন হচ্ছেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচি রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আয়ুব আলী, আইন ও এবং তদন্তকারী কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন সরদার ও ঢাকা গুলশান থানার এস আই আঞ্জুমান আরা যিনি সুরত হাল রিপোর্ট তৈরী করেন।
বিডি প্রতিদিন/হিমেল