কিশোরগঞ্জের মিঠামইনে বজ্রপাতে কটু মিয়া (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে ঘটনাটি ঘটে। কটু মিয়া (৪৩) ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে হাওরে ধানের খড় সংগ্রহের কাজ করছিলেন কটু মিয়া। এ সময় ঝড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান কটু মিয়া। খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ