তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এথলেটিক্স প্রশিক্ষণ (অ-১৪) শুরু হয়েছে। খাগড়াছড়ি স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেছেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো: নজরুল ইসলাম, সুলতান আহমেদ ভুইয়া, ক্রীড়া সংগঠক পরিমল কর্মকার, ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিন, গীতায়ন ত্রিপুরা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ অনুযায়ী এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়কে ফিল্ড ও ট্র্যাক ইভেন্টের ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট, হাই জাম্প, লং জাম্প, শটপুট ও ডিসকাস প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তাদের মধ্য হতে প্রতিভাবান ৫ জনকে বিভাগীয় পর্যায়ে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রেরণ করা হবে।
বিডি প্রতিদিন/এএ