নড়াইলের লোহাগড়া উপজেলার বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্বার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা এলাকায় ইটভাটা সংলগ্ন জমি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত সালমান লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়,বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত সালমান ও তার বন্ধুরা মিলে লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে শামুকখোলায় নিজ বাড়িতে এসে কিছু সময় পর মোটরসাইকেল নিয়ে আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর গভীর রাত পর্যন্ত সালমান বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তার মোবাইল ফোনে কল দিয়ে তা বন্ধ পান।রাতে খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে উপজেলার কাউলিডাঙ্গা বিলের মধ্যে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এদিকে অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে সালমানের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহতের শরীরে ধারালো দেশীয় অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম