গ্রীষ্মের গরমে এক পশলা বৃষ্টি যেন স্বস্তির নিশ্বাস। টানা কয়েকদিনের তীব্র দাবদাহে ওষ্ঠাগত প্রাণ প্রকৃতিতে অবশেষে মিললো ত্রাণ। রবিবার দিনশেষে বৃষ্টিতে ভিজলো প্রাণ ও প্রকৃতি। স্বস্তি এলো মানুষের মাঝেও।
গেল ক’দিন ধরেই সারাদেশের ন্যায় নেত্রকোনায় তাপমাত্রা প্রায় বাড়তেই থাকে। শিশু থেকে বয়স্ক সব ধরনের মানুষ অসুস্থ হতে শুরু করে। গরমের তীব্রতায় খেটে খাওয়া মানুষেরও নাভিশ্বাস ওঠে। অবশেষে নেত্রকোনায় সেই দাবদাহ পেরিয়ে ঝরলো বৃষ্টি। গ্রীষ্মকালীন গরমে হাঁসফাঁস পরিস্থিতিতে এমন বৃষ্টিতে যেন প্রাণ ফিরেছে প্রকৃতিতেও।
গরমে নাজেহাল হওয়া মানুষের মধ্যে ফিরেছে স্বস্তি। বিকালে সাড়ে পাঁচটার দিকে কিছুটা বৃষ্টি হলেও স্বল্প সময়ে গাছপালা ভেজেনি। তবে বজ্র আওয়াজ ছিল ভয়ংকর। এরপর ছয়টার দিকে ২০ থেকে ২৫ মিনিটের বৃষ্টি মানুষের শরীর, মন ও প্রকৃতি শীতল করে তোলে।
বিডি প্রতিদিন/এমআই