ভারত-পাকিস্তান উত্তেজনা ঘিরে ফেনীর ১০৩ কিলোমিটার দীর্ঘ স্থল ও নদী সীমান্ত এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সংশ্লিষ্ট প্রশাসনের টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করায় কিছুটা স্বস্তি ফিরেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ফেনী জেলার ৯৫ কিলোমিটার স্থল এবং ৮ কিলোমিটার নদী সীমান্ত রয়েছে। এই বিশাল সীমান্ত এলাকার নিরাপত্তায় দায়িত্বে রয়েছে ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়ন। বর্তমানে সীমান্তে অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। স্থানীয় আনসার ভিডিপি সদস্য এবং সীমান্তবর্তী এলাকাবাসীও সতর্ক অবস্থানে রয়েছেন।
সীমান্তবর্তী ফুলগাজী, পরশুরাম ও ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দারা জানিয়েছেন, ভারতের অংশে বিএসএফ আগে লাল হ্যালোজেন লাইট ব্যবহার করলেও বর্তমানে সীমান্ত এলাকায় উজ্জ্বল এলইডি লাইট, ক্যামেরা ও সেন্সর বসিয়েছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্থানীয়রা সতর্ক রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়- বিজিবি, পুলিশ এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের সমন্বয়ে রাতেও সীমান্ত পাহারা দিচ্ছে আনসার ও স্বেচ্ছাসেবকরা।
ফেনীস্থ ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমান্ত সুরক্ষা ও নিয়ন্ত্রণ জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সতর্কতা জারি রয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।”
এ বিষয়ে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “বিজিবির যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসন সবধরনের সহযোগিতা করবে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ