বিশ্ব মেধাসত্ত্ব দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সোমবার সকালে “মেধাস্বত্ব অধিকার” বিষয়ক এক সেমিনার গাজীপুর ক্যাম্পাসে সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়।
বাউবির ইনস্টিটিশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত সেমিনারের উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। সেমিনারে সভাপতিত্ব করেন বাউবির আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। সেমিনারটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ জহির রায়হান।
পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বেলাল হোসেন সেমিনারে রিসোর্স পারসন হিসেবে “শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে বুদ্ধিবৃত্তিক সম্পত্তির কৌশলগত ব্যবস্থাপনা: উদ্ভাবন, সুরক্ষা ও বাণিজ্যিকীকরণে সফল দিকনির্দেশনা” সংক্রান্ত বিষয়ের উপর বাস্তবভিত্তিক বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ডিনসহ সকল শিক্ষক বিশ্ব মেধাসত্ত দিবসের এ সেমিনারে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএম