ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের অভিযানে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ১৫টি টিকিট জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-শহরের মালদারপাড়া এলাকার হিরণ মিয়া (৪৩) ও বড় বাজার এলাকার মৃত সাদু মিয়ার ছেলে মজিবর মিয়া (৪৫)। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গোপন সংবাদে শহরের সড়ক বাজারস্থ পৌর মুক্তমঞ্চ সংলগ্ন এলাকায় ৯/১০ জন ব্যক্তি অবৈধভাবে ট্রেনের টিকিট বিক্রি করার সময় পুলিশের একটি টিম সেখানে যায়। পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পুলিশ দুজনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে মহানগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী, উপকূল এক্সপ্রেস ও মহানগর প্রভাতী ট্রেনের মোট ১৫টি টিকিট জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, অনলাইন থেকে আগাম টিকিট সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিলেন। এ ছাড়া পালিয়ে যাওয়া অন্যান্য সদস্যদের কাছেও আরও টিকিট ছিল বলে জানা যায়।
আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, রেল টিকিট কালোবাজারি একটি শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধ। সাধারণ যাত্রীরা যেন হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টিকিট বিক্রির কথা স্বীকার করেছে। বাকি পলাতকদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই