ভারতীয় নাগরিক দুই সহোদরকে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান করার অভিযোগে বাগেরহাটে তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হলেন তৎকালীন উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার, চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন এবং স্থানীয় সাবেক সেনা সদস্য মো. মোশাররফ হোসেন মোল্লা।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাগেরহাট দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
দুদকের তদন্তে জানা গেছে, চিতলমারী উপজেলার আড়য়াবর্ণি গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের দুই ছেলে ফণিভূষণ মন্ডল ও প্রতুল মন্ডল বহু বছর আগে ভারতে গিয়ে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেন। তারা পৈত্রিক সম্পত্তি বিক্রির জন্য বাংলাদেশে ফিরে আসেন মোশাররফ হোসেন মোল্লার সহায়তায়।
২০১৬ সালের ১৪ ডিসেম্বর তারা জন্ম নিবন্ধনের আবেদন করেন। মাত্র চারদিনের ব্যবধানে ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন তাদের জন্মনিবন্ধন দেন। পরে এই জন্মসনদ ব্যবহার করে তারা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন এবং এনআইডি পেয়ে যান।
তদন্তে আরও দেখা যায়, এনআইডি ফরমে ফণিভূষণের বাবার নাম, জন্মতারিখ ও শনাক্তকারী হিসেবে ব্যবহৃত তথ্য জাল করা হয়। এমনকি যিনি যাচাই করেছেন বলে দাবি করা হয়েছে, সেই নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার নিজেই ছিলেন সে সময় দায়িত্বে।
দুদক বলছে, তিন আসামি পরস্পরের যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন।
বিডি প্রতিদিন/মুসা