চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রুটের সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৩ দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) রেল অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতি। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ দেলওয়ার হোসেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, পদ্মা, ধুমকেতু, সিল্কসিটি, মধুমতিসহ সকল আন্তঃনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে দ্রুত চালু করতে হবে। অন্যথায় জেলাবাসীকে সাথে নিয়ে ট্রেনের দাবিতে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। এসময় ৩ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, রেললাইন সোনামসজিদ পর্যন্ত বর্ধিত করতে হবে। রেলবন্দর রহনপুর স্টেশন থেকে সরাসরি ঢাকাগমী আন্তঃনগর ট্রেন চালু করতে হবে এবং রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তর করতে হবে। সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।