কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় পাহাড়ী আস্তানা থেকে একটি হ্যান্ড গ্রেনেড, একটি ৪০ মিমি এজিএল (এইচই), ৬টি এ্যামনেশন, ৫টি স্নাইপারের ফায়ার্ড কার্টিজ কেস উদ্ধার করেছে র্যাব-১৫। কক্সবাজার ১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ১৩ মে রাতে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দমদমিয়া এলাকার পাহাড়ী আস্তানায় সন্ত্রাসীরা কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য ও গুলি মজুদ করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব টিম উক্ত আস্তানায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড, একটি ৪০ মিমি. এজিএল (এইচ ই), ৬টি মিস ফায়ার্ড এ্যামুনেশন, ৫টি স্নাইপারের ফায়ার্ড কার্টিজ কেস উদ্ধার করে। এসময় সন্ত্রাসীরা পালিয়ে যায়।
বুধবার সকালে আদালতের আদেশক্রমে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের বিশেষায়িত টিম জিএস ব্রাঞ্চ এর সহায়তায় একটি হ্যান্ড গ্রেনেড ও একটি ৪০ মিঃমিঃ এজিএল (এইচই) ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/এএ