চুয়াডাঙ্গার দামুড়হুদার স্কুলছাত্র রিয়াদ হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে আসামিদের বাড়ির সামনে দাঁড়িয়ে এ কর্মসূচি পালন করা হয়। নিহত রিয়াদের স্কুলের সহপাঠী, শিক্ষক ও গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য নাহারুল মাস্টার, মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল্লাহ, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হোসেন প্রমুখ। বক্তারা স্কুলছাত্র রিয়াদ হত্যার সাথে জড়িতদের আটক করে ফাঁসির দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ