গাইবান্ধায় কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গাইবান্ধা সরকারি কলেজের সহযোগিতায় কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে শহরের চারটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. খলিলুর রহমান। এতে সভাপতিত্ব করেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ নেওয়াজ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক ইফতেখারুর রহমান ও পারমিতা তানজির, আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজের সহকারী শিক্ষক সৌমেন সিংহ গোস্বামী এবং এসকেএস স্কুল এ্যান্ড কলেজের সহকারী শিক্ষক তনি আসফিম। মডারেটরের দায়িত্ব পালন করেন গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এ.বি.এম জিল্লুর রহমান।
এ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় গাইবান্ধা সরকারি কলেজ এবং রানার্স আপ হয় আহম্মদ উদ্দিন শাহ্ শিশু নিকেতন স্কুল ও কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন গাইবান্ধা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আকতাবুর জামান অর্ক।
বিডি প্রতিদিন/এএম