বরিশালের গৌরনদী থেকে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ চিংড়ি রেনুসহ দুইজনকে আটক করেছে পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ।
শুক্রবার (১৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুইটি ট্রাক থেকে ৩০ হাজার পিস রেনু জব্দ করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, চিংড়িগুলো ৪০টি ড্রামে রাখা ছিল। এসময় ট্রাকচালক মাসুদ হাসান ও বাবুল হোসেনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নির্দেশে উদ্ধারকৃত চিংড়ি রেনু আড়িয়াল খা নদীতে অবমুক্ত করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গৌরনদী থানার উপ-পরিদর্শক মো. জুয়েল বাদী হয়ে মামলা করেছেন।
জিজ্ঞাসাবাদে চালকেরা জানান, রেনুগুলো ভোলা থেকে এনে মেহেন্দিগঞ্জের এক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের পর বাগেরহাটে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তাদের নিয়োগ দেওয়া হয়। জব্দকৃত রেনুর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ