কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী সড়কে ও চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথায় পৃথক সড়ক দুর্ঘটনায় তারা মারা যান।
নিহতরা হলেন- আব্দুল মালেক (৩৫) ও জাফর আলম (৫৫)।
জানা যায়, আইকনিক পরিবহনের নামের বাসটি পৃথক দুর্ঘটনাটি ঘটায়।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/নাজিম