আগামী ২৪ মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জয়পুরহাটে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে শহরের চিনিকল মিলনায়তনে প্রস্তুতি এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা।
জয়পুরহাট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বানী, শরিফুল ইসলাম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ