গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার নলকুড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে আব্বাস আলী (২০) ও গজারীপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে শহিদুল ইসলাম (২৬)।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ভেতর থেকে ৮১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পিকআপচালক শহিদুল ইসলাম ও তার সহযাত্রী আব্বাস আলীকে ঘটনাস্থলেই আটক করা হয়।
র্যাব-১৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল আমিন বলেন, "গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।"
বিডি প্রতিদিন/মুসা