বরিশাল নগরীতে পুলিশের টহল পিকআপে তোলার সময় একই হ্যান্ডকাপ পরানো অবস্থায় দুই মাদকসেবী পালিয়ে গেছে। বুধবার দুপুরে নগরীর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত। পালিয়ে যাওয়া দুই আসামির নাম মিরাজ (২২) ও রাসেল (২০)।
কাউনিয়া থানার ওসি জানান, বুধবার দুপুরে নগরীর সাহাপাড়া এলাকায় এসআই মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পাঁচ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে দুইজনের হাতে একটি হ্যান্ডকাপ পরিয়ে রাখা হয়। অপর তিনজনকে ধরে রেখে টহল পিকআপে তোলার প্রস্তুতি চলছিল। এই সময় হঠাৎ করেই হ্যান্ডকাপ পরা অবস্থায় মিরাজ ও রাসেল পালিয়ে যায়।
পুলিশ জানায়, পালিয়ে যাওয়া আসামিদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক