লক্ষ্মীপুরের রায়পুরে জলাবদ্ধতা নিরসনে ডাকাতিয়া নদীতে মাছ চাষের উদ্দেশ্যে প্রভাবশালী চক্রের দেওয়া কয়েকটি অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নদীর রায়পুর পৌরসভার অংশে অভিযান চালিয়ে কয়েকটি স্থানের বাঁধ অপসারণ করা হয়। রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ড, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানায়, এক যুগেরও বেশি সময় ধরের প্রভাবশালীরা ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। এতে স্বাভাবিকভাবে পানি প্রবাহ বন্ধ ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা রোধে অভিযান চালিয়ে রায়পুর পৌরসভা অংশের বিভিন্ন এলাকায় নদীতে আড়াআড়িভাবে দেওয়া বাঁধগুলো অপসারণ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন, রায়পুর পৌরসভা ও উপজেলা অংশে ডাকাতিয়া নদীতে যতগুলো প্রতিবন্ধকতা আছে সব অপসারণ করা হবে। এর অংশ হিসেবে অপসারণ কাজ শুরু হয়েছে। পৌরসভা অংশে বড় ৪টি আড়াআড়ি বাঁধ ও ছোট ছোট বাঁধ রয়েছে। আজকেই এগুলো অপসারণ করা হবে। জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের নির্দেশনায় এ কাজ করা হচ্ছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিনএএ