চাঁদপুরে সারাদেশের ন্যায় ওষুধ ব্যবসায়ীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকালে শহরের বায়তুল আমিন জামে মসজিদ সংলগ্ন শপথ চত্ত্বর এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ্রিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা রুহুল আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি এবিএম নজরুল আমিন সাজু, সহ-সভাপতি বাবু শুভাশ সাহা, মনির হোসেন গাজী, ফরিদগঞ্জের সভাপতি সমির চন্দ্র দে, সাধারণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপু, জেলা সদস্য মো: সৈয়দ হোসেন গাজী, শাওন চৌধুরী, বিমল সেনসহ সকল পর্যায়ের কেমিস্টগণ।
বিডি প্রতিদিনএএ