নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও জেলা প্রশাসন ফেনী এবং সদর উপজেলা ভূমি অফিস এই মেলার আয়োজন করে।
রবিবার সকাল দশটায় সদর উপজেলা ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে (২৫-২৭) মে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এই উপলক্ষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ফেনী সদর সার্কেল এসপি আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমীর মুফতি আব্দুল হান্নান, ইসলামি আন্দোলনের সেক্রেটারি মাওলানা একরাম, খেলাফত মজলিসের জয়েন্ট সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, ছাত্র প্রতিনিধি ফারুক, সোহাগ'সহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ এবং সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম