চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৩৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল চট্টগ্রাম জেলার মিরসরাই থানার পূর্ব দূর্গাপুর এলাকার আবুল কাশেমের ছেলে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, সকালে নওগাঁ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া এলাকায় পৌঁছলে চকরিয়ার বাসা থেকে খুটাখালী কর্মস্থলে যাওয়ার পথে পেছন থেকে মোটরসাইকেল আরোহী নজরুল ইসলামকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম