যশোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আসিফ হোসেন (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় আসিফের বন্ধু রাকিবুল ইসলাম শুভ আহত হয়েছে। রবিবার দুপুর দুইটার দিকে যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসিফ সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মেহের আলীর ছেলে ও যশোর টেকনিক্যাল অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের প্রথম বর্ষের ছাত্র।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আগামি মাসে মালয়েশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট করতে দিয়েছিল আসিফ। রবিবার সকালে যশোর পাসপোর্ট অফিসে গিয়েছিল পাসপোর্ট আনার জন্য। সেখান থেকে ফেরার পথে যশোরমুখী একটি ট্রাকের সাথে আসিফের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। আসিফ ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে একই মোটরসাইকেলে থাকা বন্ধু রাকিবুল ইসলাম শুভ গুরুতর আহত হয়। স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বিক্ষুব্ধ লোকজন যশোর-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত আসিফের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ও বিক্ষুব্ধ লোকজনকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
আসিফের বাবা মেহের আলী বলেন, ‘ছেলেটারে বিদেশে পাঠাতে চেয়েছিলাম। সব কাগজপত্র চলে এসেছে। আজ পাসপোর্ট দেবে বলে খুব খুশি ছিল। যাওয়ার সময়ও বলেছিলাম সাবধানে গাড়ি চালানোর জন্য। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল’।
বিডি প্রতিদিন/এএম