নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ১৫টি গরুসহ একটি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত থাকার দায়ে বাবলু ওরফে বাবুল (৩৮) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার র্যাব-১১ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেফতার বাবুল ঢাকার বাড্ডার বেরাইদের চিনাদী এলাকার বাসিন্দা আনোয়ার আলীর ছেলে। র্যাব জানায়, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর পাবনা ঈশ্বরদী থেকে বাদী রানা হোসেন তার মালিকানাধীন মিনি ট্রাক নিয়ে ১৫টি গরুসহ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাত অনুমান পৌনে ৪টায় নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কামতাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেইনের ওপর পৌঁছামাত্র একটি মাইক্রোবাস বাদীর ট্রাকের সামনে ব্যারিকেড দিলে ট্রাকচালক মো. ইরফান রাস্তার পাশে গাড়ি থামায়। তখন অজ্ঞাতনামা ভুয়া ডিবি’র কটি পরিহিত কয়েকজন ব্যক্তি গাড়ির কাগজপত্র দেখতে চায় এবং গাড়িতে থাকা গরুর পেটে হেরোইন মাদক আছে দাবি করে বাদীসহ ট্রাকের চালককে গাড়ি থেকে নামিয়ে মাইক্রোবাসে তুলে নেয়।
আগে থেকেই মাইক্রোবাসের চালকের সিটে একজন বসা ছিল। তাদের মধ্যে থেকে এক ব্যক্তি গরুসহ ট্রাকটি নিয়ে চলে যায়। এরপর গামছা দিয়ে বাদী ও তার চালকের চোখ, মুখ, হাত বেঁধে গাড়ির ভেতরে এলোপাতাড়ি কিল ও ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়। পরে তাদের নিকট থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে কিছুদূর যাওয়ার পর রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে দ্রুত চলে যায়। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করা হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল