ফরিদপুর শহরের আলীপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আনিসুর রহমান (৫৬) নামের এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে দশটার দিকে। নিহত আনিসুর রহমানের বাড়ী শহরের গুহ লক্ষীপুর মহল্লায়। তার পিতার নাম মিজানুর রহমান।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে দশটার দিকে আলীপুর রেলক্রসিং দিয়ে একটি অটোরিকশা পার হচ্ছিল। এসময় সুন্দরবরন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। এসময় রিকশা যাত্রী আনিসুর রহমান গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
কোতয়ালী থানার ওসি মোঃ আসাদউজ্জামান জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে তারাই আইনগত ব্যবস্থা গ্রহন করবে।
বিডি প্রতিদিন/এএম