গত ৫ আগস্ট ফরিদপুরের সদরপুর থানা ভাঙচুর ও অগ্নি সংযোগের সময় লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৭টার দিকে সদরপুর-পুখুরিয়া আঞ্চলিক সড়কের আটরশি এলাকার প্রশিকা অফিসের ফটক সংলগ্ন জঙ্গল থেকে শটগানটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সদরপুর থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেশ কিছু সরকারি সম্পত্তির পাশাপাশি কয়েকটি অস্ত্র লুট করা হয়। ঘটনার পর থেকে পুলিশের একাধিক দল অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়ে আসছিল।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার করতে সক্ষম হই। এটি আমাদের থানার রেকর্ডভুক্ত লুট হওয়া অস্ত্র।
বিডি প্রতিদিন/এএম