দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর এলাকায় ট্রাকের চাপায় দুই শ্রমিক মারা গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে নটায় পার্বতীপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পার্বতীপুর উপজেলার জগন্নাথপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (২৫) ও রাজনগর এলাকার সুশান্ত দাসের ছেলে সুজিত চন্দ্র দাস (২৪)।
স্থানীয় ও পুলিশ জানায়, তারা মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে জগন্নাথপুর ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। ট্রাকের নিচে মোটরসাইকেল আটকে থাকায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ