বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগসহ চারটি মামলার আসামি বরিশাল নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বরিশালের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার বরিশাল সিটি কর্পোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র ছিলেন। এছাড়াও তিনি নগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
আদালতের জিআরও এসআই এনামুল হক বলেন, চার মামলার এজাহারনামীয় আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিচারক চারটি আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল