মাগুরার সদরের রামনগর পার্কিং এলাকায় পরিবহন ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাগর মোল্যা (২৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। রবিবার দুপুর ১২টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি পরিবহন ঝিনাইদহ থেকে মাগুরার দিকে আসছিল। পরিবহন বাসটি মাগুরার সীমানায় আলমখালী রামনগর পার্কিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এ ঘটনায় মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের গৌরীচরণপুর গ্রামের আওয়াল মোল্যার ছেলে ভ্যানচালক সাগর মোল্যা ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় কমপক্ষে ২০ জন কমবেশি আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুত্বর বলে জানিয়েছে পুলিশ। তাদের উদ্ধার করে মাগুরা ও ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরায় আহতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে ঝিনাইদহ হাসপাতালে যাওয়া আহতদের মধ্যে কেউ মৃত্যুবরণ করেছে কিনা এ খবর আমাদের কাছে নেই।
রামনগর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বাসটিকে জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। সড়ক পরিবহন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানান, এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম