নেশার টাকা না পেয়ে মা মনোয়ারা বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে মোবারক হোসেন সাগর (২০)-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ উপজেলার বাহাম নাকডরা গ্রামে নানার বাড়িতে মা মনোয়ারা বেগমের (৪২) সঙ্গে থাকতেন মোবারক হোসেন সাগর। তিনি মাদকাসক্ত ছিলেন। ২০২২ সালের ২৪ অক্টোবর নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন এবং পরে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে দেন।
পরদিন (২৫ অক্টোবর) সাগরের মামা মো. ইউনুস মিয়া বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে মাকে হত্যার বিষয়টি স্বীকার করে।
তদন্ত শেষে পুলিশ ২০২৩ সালের ২৭ মে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। মামলার ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এবং আসামির জবানবন্দির ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসেম এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ