নোয়াখালীর সুবর্ণচরের খাসের হাট বাজারে একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান খোকনকে হয়রানির অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রতিবাদে আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে এলাকাবাসীর উদ্যোগে খাসের হাট বাজারের তালতলা মোড়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন, একটি নূরানী মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সার্জন হেলালের বিরুদ্ধে। এই ঘটনা ঘিরে একটি সালিশ বৈঠকের প্রসঙ্গ তুলে আমার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। আমি সেই সালিশে উপস্থিত ছিলাম না এবং কোনোভাবেই জড়িত নই। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।’
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে আমার রাজনৈতিক পরিচয় ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্র চালাচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ বাবুল, সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
বিডি প্রতিদিন/জামশেদ