ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদিলা গ্রামে একটি মৎস্য খামারে মাছের খাদ্য হিসেবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহারের দায়ে এক খামার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অপরাধের সহযোগী হিসেবে খামারের ম্যানেজার শাহজাহান সরকার (৪০) সাত দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভালুকা ইউনিয়নের মেদিলা গ্রামে মজিবর মল্লিকের মালিকানাধীন ফিশারিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, মাছের খাদ্য হিসেবে নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করা হচ্ছিল।
এ ঘটনায় মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(২) ধারা অনুযায়ী মজিবর মল্লিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং খামারের ম্যানেজারকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) ভালুকা মো. ইকবাল হোসাইন।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ মো. সাইদুর রহমান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/নাজমুল