জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে নওগাঁর রানীনগরের কফিলিয়া উচ্চ বিদ্যালয়ে অসচ্ছল ও অসহায় এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সহযোগিতায় নওগাঁ সদর হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের এ স্বাস্থ্যসেবা দেন।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধন করেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী ফজলে রাব্বীসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/এমআই