নওগাঁর ধামইরহাটের কালুপাড়া সীমান্ত দিয়ে ১৪ বাংলাদেশি এবং সাপাহারের বামনপাড়া সীমান্ত দিয়ে ৪ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটলিয়ন ধামইরহাটের কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার রুপন চাকমা জানায়, ধামইরহাটের কালুপাড়া সীমান্তে তার নেতৃত্বে একটি টহল দল শুক্রবার ভোর রাত পৌঁনে ৩টার দিকে সীমান্ত পিলার ২৭১/১ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানাপাড়া আমবাগান নামকস্থান হতে ৬ নারী, ১ কিশোরী, ৩ শিশু ও ৪ যুবকসহ ১৪ জনকে ঘোরাঘুরি করতে দেখে তারা আটক করে।
আটককৃতরা হলেন, খুলনার মহারাজপুরের সাত্তার গাজীর ছেলে বাদশা মিয়া (২০), ইমরান গাজী (৩৪), কয়রা থানার কয়রা গ্রামের রুহুল আমিন মোড়লের ছেলে নাজমুল হাসান (২৪), দিঘলিয়া থানার মাধবপুর গ্রামের মৃত কাশেম শেখের মেয়ে সুমা মোল্লা (৪), মোজাদ্দের মোল্লার ছেলে রায়হান মোল্লা (৪), নড়াইলের কালিয়া থানার বালাম শিকদারের মেয়ে নুপুর খানম (২২), আসমাউল শেখের মেয়ে আশিকা (৪), বালাম শেখের মেয়ে মুনিয়া খাতুন (১৮), রহিম শেখের মেয়ের রাকেয়া শেখ (২৮), গুড্ডু শিকদারের ছেলে বাবু শিকদার (১৭), কামাল শিকদারের মেয়ে প্রিয়া শিকদার (২৬), পেরুলিয়া গ্রামের মিলন শেখের মেয়ে ফাতেমা শেখ (৭), কামাল শিকদারের মেয়ে ববিতা শিকদার (৩৫), যশোরের কোতয়ালী থানার বসুনন্দিয়া গ্রামের জহির আলী খানের মেয়ে দুলি বেগম (৪০)।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, নাগরিকগণ বেশ কয়েক বছর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশের সাতক্ষীরা ও বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে বোম্বাই শহরে অবৈধভাবে অবস্থান করছিল। সেখানে পুরুষ ৪জন রাজমিস্ত্রী এবং মহিলা ৭জন বাসা বাড়ীতে কাজ করার নিমিত্তে গমন করে। পরবর্তীতে তাদেরকে মুম্বাই পুলিশ (সিআইডি) কর্তৃক বিভিন্ন সময়ে আটক করে গতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) বিমানযোগে পুনে বিমানবন্দর দিয়ে পরবর্তীতে বালুরঘাট থানার মাধ্যমে ১২৩/সানাপাড়া বিএসএফ কর্তৃক আটককৃত ১৪জন বাংলাদেশী নাগরিককে গাড়িযোগে সীমান্ত পিলার ২৭১/১ এস এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করে। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির টহলদল তাদেরকে আটক করেন।
ধামইরহাট থানার ওসি ইমাম জাফর জানান, বিজিবি তাদেরকে আটক করেছে। তারা থানায় হস্তান্তর করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে নওগাঁর সাপাহারের বামনপাড়া সীমান্ত দিয়ে ভারতে বসবাসকারী ৪ জন বাংলাদেশীকে পুশইন করেছে বিএসএফ। এ সময় বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ৪ জনকে আটক করেছে। আটকৃতরা হলেন, নড়াইল জেলার উথলি গ্রামের ইমদাদুল হকের স্ত্রী হেনা খাতুন (৩৮) এবং একই জেলার চাঁনপুর গ্রামের বালাম শিকদারের স্ত্রী রুপালী খাতুন (৩৫), তারই সন্তান মোছা: চাঁদনী (০৮) ও রমজান (২)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার ভোরে সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্তের মেইন পিলার ২৪৬/২ এস হতে আনুমানিক ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর গ্রামের জামে মসজিদের নিকট থেকে নওগাঁ ১৬ বিজিবি টহলরত দলের সদস্যরা তাদেরকে আটক করে সাপাহার থানায় সোপর্দ করেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, বিজিবি প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়রি করেছেন। তবে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। আটককৃতরা বাংলাদেশি নাগরিক। প্রায় ১০ বছর যাবত তারা কাজের সন্ধানে ভারতে গিয়ে ভারতে বসবাস করছিলেন।
বিডি প্রতিদিন/এএম