বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবির খোকন বলেছেন, কাঁচের মতো স্বচ্ছ নির্বাচন দিতে হবে। নির্বাচন যাতে কোনো কারচুপি না হয়। ভোট ডাকাতি না হয় এবং দিনের ভোট যাতে রাতে না হয়।
নরসিংদী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত করায় চিনিশপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, বিগত দিনে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের প্রত্যক্ষ রায় ও ম্যান্ডেট মেনে ক্ষমতায় এসেছে। পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনি। বিএনপি ভোটকে ভয় পায় না। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্যই আমরা এতোদিন লড়াই করেছি। এই লড়াই করতে গিয়ে আমাদের বিএনপির হাজারো নেতাকর্মী মামলা, হামলা ও গুমের শিকার হয়েছেন।
তিনি বলেন, কিন্তু একটি পক্ষ সংস্কার বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নির্বাচনে আসেন। জনগণ যাদের পক্ষে রায় দেবে আমরা তাই মেনে নেবো। কিন্তু বিএনপিকে ঠেকানোর জন্য এসব করে লাভ নেই। কারণ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে।
দেশ নিয়ে গভীর চক্রান্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের দোষররা বসে নেই। তারা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো রকম ষড়যন্ত্র করে নির্বাচনকে ভূলুণ্ঠিত করতে না পারে।
চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুর রউফ ফকির রনি, যুবদল নেতা মোকারেম হোসেন ভূঁইয়া, জাহিদ হোসেন, মাহফুজুল ইসলামসহ চিনিশপুর ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষ।
বিডিপ্রতিদিন/কবিরুল