ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা (৭০) কে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তাকে ভাঙ্গা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা থানা সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ১১ নভেম্বর ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন ভাঙ্গা পৌর বিএনপির তৎকালীন যুগ্ম আহ্বায়ক শহীদুল হক বিটু মুন্সী। গত ১০ নভেম্বর ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে ভাঙ্গা পৌর ও উপজেলা বিএনপির বৈঠকে চলাকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে তিনি এ মামলা করেন।
মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করে ৫৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চান্দ্রা এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, চান্দ্রা ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা ২০১৪ সালের পর থেকে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি মো. মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ হন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানার বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল