মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাংনী হাইস্কুল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপজেলা কমিটির সভাপতি হিসেবে রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক পদে বামুন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়াল হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া গাংনী পৌর বিএনপির সম্মেলনে সভাপতি পদে মকবুল হোসেন মেঘলা, মনিরুজ্জামান গাড্ডু ও সাবেক কাউন্সিলর আতিয়ার রহমান এবং সাধারণ সম্পাদক পদে সাবেক কাউন্সিলর শাহিদুল ইসলাম ও সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ প্রতিদ্বন্দ্বিতা করেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। সম্মেলনে বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল